মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ টিম কর্তৃক ২৩ টি চোরাই মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
Posted on Mar 21, 2023 11:00:52 AM.
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ টিম কর্তৃক ২৩ টি চোরাই মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব রিপন কুমার দাস এর নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত ২০/০৩/২০২৩ খ্রি: ২০:৪০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে সিএমপির খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকা থেকে ২৩ (তেইশ) টি চোরাই মোবাইলসহ চোর চক্রের সদস্য মো: সজিব ইসলাম (২৩) এবং মো:শহিদুল ইসলাম (২৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিভিন্ন চোর চক্রের নিকট থেকে চোরাই মোবাইল কম দামে ক্রয় করে বিভিন্ন লোকের কাছে বেশি দামে বিক্রয় করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।