Posted on Mar 20, 2023 01:24:10 PM.
![]() |
বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে ০১ ভরি ওজনের স্বর্ণের নেকলেস চুরিঃ সংবাদপাপ্তির মাত্র ১২ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার ও চুরি হওয়া নেকলেস উদ্ধার
গত ০৬/০৩/২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ৮:৩০ ঘটিকার সময় হোসেন বাদশা (৪৬), পিতা মৃত নুরুল ইসলাম, সাং-বালী বাপের বাড়ি, তুলাতুলি বাই লেন, থানা-বাকলিয়া,চট্টগ্রাম স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তার শ্যালক নাসিরুদ্দিন এর বিবাহত্তোর অনুষ্ঠানে যান। নববধূকে উপহার প্রদাণের জন্য সংবাদদাতার স্ত্রী ০১ (এক) ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস ভ্যানেটি ব্যাগে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে বাদির স্ত্রী নববধূকে নেকলেসটি উপহার দেওয়ার জন্য ভ্যানেটি ব্যাগটি খুলতে গেলে দেখতে পান যে, ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভিতর থাকা স্বর্ণের নোকলেসটি নেই যার মূল্য অনুমান ৮৬,৫০০/- (ছিয়াশি হাজার পাঁচশত) টাকা। পরবর্তীতে কমিউনিটি সেন্টার এর সিসি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ০৬/০৩/২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকা হতে রাত ১১.০০ ঘটিকার মধ্যে ২২/২৩ বছর বয়সী একজন মহিলা ১৩/১৪ বছর বয়সী একটি ছেলেসহ বাদির স্ত্রীকে অনুসরণ করে এবং সেই সময়ের মধ্যে অজ্ঞাতনামা মহিলা ও ছেলেটি বাদির স্ত্রীর ভ্যানিটি ব্যাগে থাকা নেকলেসটি নিয়ে যায়।