মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ১টি চোরাই মোটর সাইকেল ও নকল কাগজপত্র সহ আটক ০১ জন
Posted on Mar 20, 2023 01:18:16 PM.
মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের টিম-৪২ কর্তৃক ০১টি চোরাই মোটর সাইকেল ও নকল কাগজপত্র সহ আটক ০১ জন।
মহানগর গোয়েন্দা (পশিম) বিভাগ এর পুলিশ পরিদর্শক,জনাব রমিজ আহমদ এর নেতৃত্বে সঙ্গীয় এস.আই/মোহাম্মদ আমির হোসেন, এএসআই/শেখ ফরিদ, এএসআই/ইমাম হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ১৮/০৩/২০২৩ খ্রিঃ তারিখ ২২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন গোলাপের দোকান এলাকাস্থ পশ্চিম মোহরা কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পার্শ্বস্থ বিসমিল্লাহ রেফ্রিজারেশন নামীয় দোকানের উত্তর পাশের খালি জায়গা হতে ধৃত মোঃ জাহেদ হোসেন প্রঃ আদনান (২৯)কে ০১টি চোরাই সুজুকি মোটর সাইকেল ও নকল কাগজপত্র সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন উৎস হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে অভ্যাস গতভাবে উক্ত চোরাই মোটরসাইকেল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা ও নকল কাগজপত্র সৃজন করতঃ আসল বলে তা বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
ঘটনা সংক্রান্তে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।