মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ০৪ টি চোরাই মোবাইলসহ চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার
Posted on Mar 07, 2023 10:45:16 AM.
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ০৪ টি চোরাই মোবাইলসহ চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব রিপন কুমার দাস এর নেতৃত্বে, বিশেষ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ০৫/০৩/২০২৩ খ্রিঃ নগরীর কোতোয়ালী থানাধীন হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ টি চোরাই মোবাইলসহ চোর চক্রের সদস্য মোঃ সরওয়ার উদ্দিনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে চট্টগ্রাম মহানগর এলাকার বিভিন্ন পকেটমার ও ছিনতাইকারীদের নিকট থেকে কম দামে চোরাই মোবাইল ক্রয় করে বিভিন্ন লোকের কাছে বেশি দামে বিক্রয় করে।