মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন
Posted on Feb 21, 2023 12:55:26 PM.
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব আরিফুর রহমান এর নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮/০২/২৩ খ্রিঃ টিম-৩৪ এর সদস্যরা নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হযরত বায়েজীদ বোস্তামী (রাঃ) এর প্রবেশ গেইটের সামনে থেকে আব্দুস সালাম ও মোঃ সোহেলকে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি বাটন মোবাইল ফোন, মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সাসহ আটক করেন।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটককৃতরা জানায় তারা পলাতক অপর ব্যক্তিসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উৎস থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলো মর্মে স্বীকার করে।