পুলিশ নারী কল্যাণ সমিতি, সিএমপি, চট্টগ্রাম এর বার্ষিক বনভোজন ২০২৩ সম্পন্ন।
Posted on Feb 18, 2023 01:14:08 PM.
বসন্তের আমেজে প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশে আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ নান্দনিক পিকনিক স্পট নগরীর কর্ণফুলী থানাধীন কে. ই. পি. জেডে পুলিশ নারী কল্যাণ সমিতি, সিএমপি, চট্টগ্রাম এর আয়োজনে বার্ষিক বনভোজন ২০২৩ সম্পন্ন হয়েছে।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
বনভোজনের আনন্দ আয়োজনের মধ্যে ছিলো বিভিন্ন প্রকার খেলাধুলা এবং মধ্যাহ্নভোজ পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুলিশ নারী কল্যাণ সমিতি, সিএমপি, চট্টগ্রাম এর সম্মানিত সভানেত্রী জনাব রীতা দাস মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ।