Posted on Jan 07, 2023 10:54:16 AM.
![]() |
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১ জন। মহানগর গোয়েন্দা (দক্ষিণ ) পুলিশ পরিদর্শক জনাব মো: মোক্তার হোসেনের নেতৃত্বে, টিম-২১ এর সদস্যরা ০৪/০১/২০২৩ ইং গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁন্দগাও থানাধীন বাড়ইপাড়াস্থ হাজীরপুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০০ পিস ইয়াবাসহ অঞ্জন কান্তি নাথ কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত অঞ্জন কান্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে পলাতক অপর ব্যক্তির সহায়তায় কক্সবাজার জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে বর্নিত ঘটনাস্হলে অবস্থান করছিল।