Posted on Jun 23, 2024 08:55:56 AM.
সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।আজ ২২/০৬/২৪ খ্রি. সিএমপির পাঁচলাইশ মডেল থানার এএসআই সোহেল আহমেদ, এএসআই তোজাম্মল হোসেন ও এএসআই অমির কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ৭২৫/২০, সিআর- ১৫১৪/১৯ (ডবলমুরিং), ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ সংক্রান্তে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইদ্রিছকে গ্রেফতার করেন।