Posted on May 31, 2024 11:54:19 PM.
সিএমপির চান্দগাঁও থানার অভিযানে ০৮টি সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।আজ ৩১/০৫/২৪ খ্রি. সিএমপির সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) জনাব আরিফ হোসেন ও চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদুল কবির, পিপিএম-দ্বয়ের নেতৃত্বে চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযান টিম ০৮টি সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ মহিউদ্দিন (৪৫)-কে হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকা থেকে গ্রেফতার করে।