সিএমপির ডবলমুরিং ও চাঁন্দগাঁও থানার অভিযানঃ ফ্ল্যাটে আটক রেখে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার-০১, ০২ জন কিশোরী উদ্ধার
Posted on Feb 09, 2021 10:51:27 AM.
সিএমপির ডবলমুরিং ও চাঁন্দগাঁও থানার অভিযানঃ ফ্ল্যাটে আটক রেখে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার-০১, ০২ জন কিশোরী উদ্ধার
স্থান পরিবর্তন করে ডবলমুরিং থানাধীন মিস্ত্রিপাড়াস্থ ফ্ল্যাট বাসায় উঠতি বসয়ী কিশোরীদের ফ্ল্যাটে আটকে রেখে দেহ ব্যবসার সময় ০১জনকে গ্রেফতার এবং কিশোরী ০২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
বাদীর ছোট বোন এর সাথে প্রেমের অভিনয়ের একপর্যায়ে চাকুরীর প্রলোভন দেখিয়ে গত ০২/০২/২০২১ ইং তারিখ ১২.৪০ ঘটিকায় চাঁন্দগাঁও থানাধীন এলাকা থেকে ভিকটিমকে ঘটনাস্থলে নিয়া আসে এবং উক্ত ঘটনা চক্রের মূল হোতা বেলাল হোসেন (৪৫) এর নিকট বিক্রয় করে। ধৃত মোঃ হাসান(২৬) ঘটনাস্থল ঘরের দায়িত্বে ছিল। সে উক্ত ঘরে কিশোরীদের আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করে। উঠতি বয়সী কিশোরীদেরকে সংগীয় অন্যান্যদের মাধ্যমে সংগ্রহ করে ঘটনাস্থলে এনে দেহ ব্যবসা করা মূল হোতার একমাত্র পেশা। মুল হোতার বিরুদ্ধে একাধিক মানব পাচার আইনের মামলা আছে।
বাদী এ সংক্রান্তে প্রথমে চান্দগাঁও থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। পরবর্তীতে গত ০৭/০২/২০২১ ইং তারিখ ১৩.৩০ ঘটিকার সময় বাদীর বোন ঘটনাস্থলে আটক আছে সংবাদের ভিত্তিতে টীম ডবলমুরিং ও চাঁন্দগাঁও থানা পুলিশের যৌথ অভিযানে ০১জনকে গ্রেফতার পূর্বক ০২ জন কিশোরী ভিকটিমকে উদ্ধার করা হয়। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্তে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৬, তাং-০৭-০২-২০২১ ইং ধারা-মানব পাচার আইনের ৬/৭/১০/১১ রুজু করা হয়।