আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক চেকপোস্ট এর মাধ্যমে বিশেষ অভিযান
Posted on Jan 18, 2021 01:02:50 PM.
আসন্ন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে ও সম্ভাব্য নির্বাচনী সহিংসতা প্রতিরোধে চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। অবৈধ অস্ত্র বহন ঠেকাতে
চেকপোস্ট, নির্বাচন ঘিরে শহরে অবৈধ অনুপ্রবেশকারী রোধে ব্লক রেইড,
এলাকাভিত্তিক সহিংসতা ঠেকাতে মোটরসাইকেল প্যাট্রোল সহ বিভিন্ন কার্যক্রম
চলমান রয়েছে।
নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা হয়েছে তল্লাসী চৌকি। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত নিয়োজিত ফোর্সের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি থানায় পরিচালিত হচ্ছে ব্লক রেইড, ফুট পেট্রোলিং, বাইক প্যাট্রোলিং, কার প্যাট্রোলিং কার্যক্রম। লাইসেন্স বিহীন গাড়ি ব্যবহার করে যেন কেউ কোন অপরাধ না করতে পারে সেজন্য ট্রাফিক চেকপোস্ট এর মাধ্যমে বিশেষ অভিযান চলছে।
নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় নিবার্চনকে কেন্দ্র করে যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধ পরিকর। নগরবাসীকে তাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যে কোন ধরনের কার্যক্রমে নিরুৎসাহিত করা হচ্ছে।