যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, রাফায় অভিযান শুরু
Posted on May 07, 2024 11:22:10 AM.
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। এরপরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ প্রস্তাবে রাজি নয় ইসরাইল, তারা রাফায় অভিযান শুরু করেছে।
প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া।
ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং মিসরের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী আব্বাস কামালকে ফোনে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদনের কথা জানান।
তবে, যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করতে রাজি নয় ইসরাইল। তারা বলছে, যুদ্ধবিরতি প্রস্তাবটি ইসরায়েলের মুখ্য দাবি থেকে অনেক দূরে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন তার মিত্রদের সাথে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আলোচনা করবে এবং এই পর্যায়ে এই ধরনের একটি চুক্তি ‘একেবারেই অর্জনযোগ্য’।
এদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা পূর্ব রাফায় টার্গেট করে হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সোমবার ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফাহতে আকাশ ও স্থল থেকে আক্রমণ চালায় এবং শহরের কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।
রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একজন নারী ও এক মেয়েসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রাফায় প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে, যা গাজার মোট জনগোষ্ঠীর অর্ধেক।