Posted on Mar 21, 2024 12:33:21 PM.
গাজায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার
কথা আবারও জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় ২৪ ঘণ্টায়
নিহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। এ নিয়ে গত ৫ মাসে নিহতের সংখ্যা বেড়ে ৩২
হাজারে পৌঁছেছে।
মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ভিডিও বার্তায় এমনটা জানান নেতানিয়াহু। এক সপ্তাহ আগে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার নেতানিয়াহুকে শান্তির পথে বাধা অ্যাখ্যা দেয়ার দাবি জানান। এরপরই রিপাবলিকান সঙ্গে কথা বললেন নেতানিয়াহু।
এদিকে গাজায় ইসরায়েলী হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১০৪ ফিলিস্তিনি। এরমধ্যে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় অভিযান চালিয়েছে হত্যা করা হয়েছে ৯০ জনকে। এ নিয়ে ৫ মাসে নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজারে পৌঁছেছে।
এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি।
অন্যদিকে, ইসরায়েল-ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ফের মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিঙ্কেন। গাজা যুদ্ধ শুরুর পর এটি মধ্যপ্রাচ্যে তার ৬ষ্ঠ সফর।
এদিকে, জাতিসংঘ-সমর্থিত একটি মূল্যায়ন বলেছে, এই অঞ্চলের উত্তরে ৩০০,০০০ মানুষের জন্য সাহায্যের পরিমাণ না বাড়ালে মে মাসের মধ্যে দুর্ভিক্ষের মুখোমুখি হবে।
জাতিসংঘের অধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, ইসরায়েল সাহায্য সরবরাহে বাধা দিচ্ছে এবং এমনভাবে সংঘাত পরিচালনা করছে যা ‘অনাহারকে যুদ্ধের পদ্ধতি হিসেবে ব্যবহার করতে পারে।’
গাজার এএফপিটিভি ফুটেজে দেখা গেছে, জাবালিয়া শরণার্থী শিবিরে গাজরের স্যুপের একটি অংশ পেতে মরিয়া জনতা জড়ো হয়েছে।