logo
   প্রচ্ছদ  -   লাইফ স্টাইল

শিশুর স্মৃতিশক্তি বাড়াবে যেসব খাবার
Posted on Jan 23, 2023 11:39:31 AM.

শিশুর স্মৃতিশক্তি বাড়াবে যেসব খাবার

স্মৃতিশক্তি তুখোড় হলে অনেককিছুই জয় করা সহজ হয়ে যায়। স্মৃতি শক্তিশালী হলে নতুন জিনিস শিখতে এবং মুখস্ত করা সহজ হয়। 

এটি শিশুকে স্কুলে আরও ভালো পারফরম্যান্স করতে, অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং প্রয়োজনীয় জীবন দক্ষতা তৈরি করতে সহায়তা করে। এমন অনেক খাবার আছে যা খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে আপনার শিশুর। স্মৃতিশক্তি হবে প্রখর!

আসুন তাহলে জেনে নেই যেসব খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আপনার শিশুর-

১. মায়ের দুধঃ একেবারে ছোটবেলা থেকেই নজর থাকুক শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর ওপর। অন্তত ছয় মাস শুধু বুকের দুধই খাওয়ান ওকে। মায়ের দুধই ওকে করে তুলবে তুখোড়, মেধাবী!

২. ডিমঃ ৮ মাস থেকে কুসুম দিয়েই হোক ডিম-সূচনা। ডিম থেকেই প্রয়োজনীয় আয়রন পাবে । মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহও থাকবে নিয়মিত। বিকাশ হবে ওর চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তার।

৩.শুকনো ফলঃ শিশুর বয়স বছর পের হলেই আমন্ড-আখরোট, কাজু-কিশমিশ, খেজুরের মতো শুকনো ফল খাবার তালিকায় রাখুন। এতে ওর মেধার বিকাশ হবে খুব তাড়াতাড়ি।

৪. জাম ও জামজাতীয় ফলঃ শিশুর বয়স বছর পের হলেই খাবার তালিকায় রাখতে পারেন জাম, লিচু, স্ট্রবেরী, আঙুরের মতো ফল। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষের ক্ষয় রোধ করে, কার্যক্ষমতা বাড়ায়।

৫.শাকসবজিঃ সবুজ শাক-সবজি (বাঁধা কপি, পালং শাক)-তে থাকা ভিটামিন কে, বিটা ক্যারোটিন বাড়িয়ে তোলে আপনার শিশুর মস্তিষ্কের কর্মক্ষমতা। সেই সাথে জরুরি টমেটোও। টমেটোই বাড়াবে স্মৃতিশক্তি!

৬. ডার্ক চকোলেটঃ ডার্ক চকোলেটে থাকে ৭৫% কোকো যা বাড়ন্ত বাচ্চার মেধা ও বুদ্ধি বিকাশের জন্য খুবই উপকারী। ডার্ক চকোলেটই ওর মস্তিষ্কের নিউরন তৈরি করবে, নতুন জিনিস মনে রাখতে সাহায্য করবে!

৭.সামুদ্রিক মাছ ও মাছের তেলঃ মস্তিষ্কে থাকা ফ্যাটি অ্যাসিডের ৪০%-ই হচ্ছে ডিএইচএ, যার উৎস সামুদ্রিক মাছ ও মাছের তেল! অবর্শই আপনার শিশুর খাবার তালিকায় সপ্তাহে অন্তত ৩টি দিন মাছ রাখুন।



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   রক্তে জমা খারাপ কোলেস্টেরল দূর করে আমলকি, বলছে গবেষণা
   কিডনির পাথর দূর করার ঘরোয়া ৫ উপায়
   রাগ কমাবে ঝাল !
   কাঁচা মরিচের যতো গুণ
   রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুর
   ধূমপানের অভ্যাস ত্যাগ হোক ৫ উপায়ে
   যেসব কারণে শ্রবণশক্তি কমে যায়
   সুস্থ থাকতে নারীদের মাথায় রাখতে হবে কোন ৮টি বিষয়?
   সীতাকুণ্ডে একদিন
   কিডনি অকেজো হওয়ার কারণ, করণীয় কি?
   ফোন ধরবেন কোন কানে?
   দাঁতের ক্ষয় যেভাবে প্রতিরোধ করবেন
   শিশুর দুধদাঁতের যত্ন নেবেন যেভাবে
   কিশোরী বয়সে গর্ভধারণ কেন ঝুঁকিপূর্ণ?
   যে উপসর্গ কিডনির সমস্যা জানান দেয়
   গরমে ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে
   সকালের নাশতায় রাখুন ফল ও বাদামের দুধ
   কোলেস্টেরল, রক্তচাপ কমাতে যা খাবেন
   কেন খাবেন লাল আটার রুটি, কিভাবে তৈরি করবেন?
   সকালের নাস্তায় ওটস চাপটি
   সুস্থ থাকতে পান করুন হার্বাল চা
   যাদের আত্মত্যাগে এলো ভালোবাসা দিবস
   ধোয়ার পরও কীটনাশক থেকে যায় কোন ফলে?
   আজ প্রপোজ ডে: মনের কথা জানাবেন যেভাবে
   কেমন বালিশে, কীভাবে ঘুমালে ঘাড় ব্যথা করবেনা ?
   লিভার ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা
   শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরও ভালো রাখে গুড়
   ওষুধ খেয়েও ঘুম হয়না? ৩ অভ্যাসেই দূর হবে সমস্যা
   যেভাবে গরুর মাংস খেলে শরীর সুস্থ থাকবে
   ডাবের পানি কেনো খাবেন?


  পুরনো সংখ্যা