Posted on Feb 07, 2019 02:38:54 PM.
![]() |
আগামী ১০-১৭ ফেব্রুয়ারী আরব আমিরাতের দুবাই সিটিতে ওয়াল্ড কারাতে ফেডারেশনের আয়োজনে ও আরব আমিরাত কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ওয়াল্ড কারাতে জাজ ও রেফারি সেমিনার,পরীক্ষা ও ডব্লিউ কে এফ ওয়ান প্রিমিয়ার লীগে অংশগ্রহণের উদ্দ্যেশ্যে ০৯ ফেব্রুয়ারী দুবাই যাচ্ছেন পুলিশের কারাতে কন্যা খ্যাত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এএসআই মোছাঃ লতা পারভীন। বর্তমানে বাংলাদেশের একমাত্র এশিয়ান মহিলা কারাতে জাজ লতা পারভীন ইতিপুর্বে শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়ান কারাতে জাজ পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সহিত পাশ করা ছাড়াও ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে জাতীয় কারাতে দলের হয়ে দেশের বাইরে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে তার নিজস্ব ইভেন্টে স্বর্ণপদক অর্জন করার মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও দেশের জন্য সম্মান বয়ে আনেন।