logo
   প্রচ্ছদ  -   বিনোদন

মুক্তির আগেই ৩৫ কোটিতে ‘পাঠান’
Posted on Jan 23, 2023 11:53:49 AM.

মুক্তির আগেই ৩৫ কোটিতে ‘পাঠান’

চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ কিং খান। শাহরুখ খানের পাঠান ছবি মুক্তির আগে তাই চেনা মেজাজে ভক্তরা।

প্রথম দিনের প্রথম শোতেই এ ছবি দেখে ফেলতে মরিয়া অনেকে। আগামী বুধবার, ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পাচ্ছে বড়পর্দায়।

তার আগে হু হু করে বিক্রি হচ্ছে প্রথম দিনের টিকিট। পরিসংখ্যান বলছে— এ পর্যন্ত প্রথম দিনে পাঠান দেখার জন্য দুই লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। খবর পিটিআইয়ের।

এ হিসাবে প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতোমধ্যে।  টিকিট বিক্রির ধুম দেখে ছবির ভবিষ্যৎ ভালো বলেই আন্দাজ করছেন অনেকে। তবে শাহরুখের ছবিতে প্রথম দিনের নজির নতুন নয়।

এর আগেও একাধিক ছবিতে প্রথম দিনেই চমকে দিয়েছেন কিং খান। ছবিটি হয়তো সুপারহিট তকমা পায়নি। তবে অনুরাগীরা কেবল তার ক্যারিশমা দেখতেই দলে দলে হলো ভরিয়েছেন প্রথম দিনেই।

শাহরুখের শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। বাণিজ্যিকভাবে জিরো তেমন সফল হয়নি। তবে ছবিটির প্রথম দিনের আয় ছিল চোখে পড়ার মতো।

প্রথম দিনে ১৯ কোটি ৩৫ লাখ টাকার ব্যবসা করেছিল শাহরুখ, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত জিরো। এ ছবির মোট আয় করেছিল ১৮৬ কোটি টাকা।

২০১৭ সালে মুক্তি পায় শাহরুখ, আনুশকা অভিনীত জব হ্যারি মেট সেজল। শাহরুখের ক্যারিশমা এই ছবির ক্ষেত্রেও ২০০ কোটির গণ্ডি পার করাতে পারেনি।

তবে প্রথম দিনে এই ছবিও ১৫ কোটির বেশি ব্যবসা করে। প্রথম দিন জব হ্যারি মেট সেজল-এর আয় ছিল ১৫ কোটি ২৫ লাখ টাকা। সব মিলিয়ে এই ছবি ১৫৩ কোটি টাকার ব্যবসা করেছে।

২০১৭ সালেই শাহরুখের আর এক বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পায়। পাঠান-এর মতোই রইস মুক্তির দিন ধার্য হয়েছিল ২৫ জানুয়ারি। তবে বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি এই ছবি।

রইস ছবিতে কিং খানের একার ওপরেই বাজি লড়েছিলেন নির্মাতারা। ছবিটি প্রথম দিনে ২০ কোটি ৪২ লাখ টাকার ব্যবসা করে। কিন্তু রইস-এর আয়ের দৌড় থেমে যায় মাত্র ১২৮ কোটিতেই।

২০১৬ সালে মুক্তি পায় শাহরুখের অন্যতম চর্চিত ছবি ডিয়ার জিন্দেগি। আলিয়া ভাটের সঙ্গে তথাকথিত ভিন্ন ধারার এ ছবিতে কাজ করেছিলেন কিং খান। ছবিটির ব্যবসায়িক সাফল্য অন্য অনেক ছবির থেকে অনেক কম।

ডিয়ার জিন্দেগি প্রথম দিনে ৮ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছিল। ছবির মোট বক্স অফিস রোজগার গিয়ে থামে ১৩৫ কোটিতে।

২০১৬ সালের এপ্রিল মাসে মুক্তি পায় ফ্যান। যুগ্ম চরিত্রে শাহরুখের অভিনয়কে কেন্দ্র করে এই ছবি প্রত্যাশার পারদ চড়িয়েছিল অনেকটা। তবে ২০০ কোটির গণ্ডি পেরোতে পারেনি ফ্যান ও।

ফ্যান ছবি মুক্তির প্রথম দিনে ১৯ কোটি ২০ লাখ টাকার ব্যবসা করে। পরে ১৮৮ কোটিতে গিয়ে থামে ফ্যান-এর সাফল্যের দৌড়।

গত কয়েক বছরে ২০০ কোটির ক্লাবে ঢুকতে পারেননি শাহরুখ। বলিউডে তার ক্যারিশমা কি ফিকে হচ্ছে ধীরে ধীরে? উঠে গেছে সেই প্রশ্নও।

শেষবার ২০১৩ সালের চেন্নাই এক্সপ্রেস ২০০ কোটির বেশি ব্যবসা করেছিল। পাঠান সেই নজির ভাঙতে পারবে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   চলে গেলেন অভিনেতা খালেকুজ্জামান
   সালমানের নিরাপত্তায় নতুন আদেশ জারি করলো মুম্বাই পুলিশ
   অস্কারে মনোনীত সেই ভুটানি সিনেমা এখনও পাচ্ছে প্রশংসা
   আমি লোক দেখানো নকল মানুষ না: পরীমনি
   অস্কার সেরা অভিনেত্রীর মুকুট মিশেলের
   অস্কারের সেরা অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার
   যেসব সিনেমা এবারের অস্কারে সেরা পুরস্কার পেল
   জায়েদ খানের বিয়ে না খেয়ে যুক্তরাষ্ট্রে যাবেন না নায়িকা নূতন
   আবারও আলোচনায় তমা মির্জা
   ফের শাকিব খানকে নিয়ে যা বললেন পূজা
   এবার শাকিবের প্রতি যে ভালোবাসা প্রকাশ করলেন পরীমনি
   সাকিবকে নিয়ে যা বললেন সুবর্ণা মোস্তফা
   হলিউডে নতুন উপাধি পেলেন রামচরণ
   নতুন দায়িত্ব পেলেন নিপুণ
   সৌন্দর্য ধরে রাখতে প্রিয়াঙ্কা যে ডায়েট মেনে চলেন
   বিটিভিতে আসছে নতুন ধারাবাহিক
   যে কারণে স্বামী বনিকে ‘দুশ্চরিত্র’ বললেন কৌশানি
   ধর্মের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী
   প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি: তাসনিয়া ফারিণ
   শাকিবের দুই সন্তানকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস
   বিনামূল্যে অ্যাম্বুলেন্সে রূপান্তর হচ্ছে হিরো আলমের সেই গাড়ি
   শুটিংয়ে আহত শাকিব খান
   তুরস্কের ধ্বংসস্তূপে আরেক অলৌকিক ঘটনা!
   নায়ক থেকে এবার গায়কের ভূমিকায় সালমান!
   কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে সম্পন্ন
   হিরো আলমকে গাড়ি উপহার, এবার নির্বাচনের ঘোষণা সেই শিক্ষকের
   আমিরকে টপকে গেলেন শাহরুখ
   সেই শিক্ষকের কাছ থেকে উপহারের গাড়ি নিতে হবিগঞ্জ যাচ্ছেন হিরো আলম
   কি আছে পাঠানে?
   ‘পাঠান’ নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ খান


  পুরনো সংখ্যা