Posted on Feb 07, 2019 03:30:28 PM.
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার মালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাজকুন্তি গ্রামের মো. খাইরুল ইসলাম (২৭) এবং একই এলাকার মো. ছমিন মিয়া (৩০)।স্থানীয়রা জানান, মোটরসাইকেল করে করিমগঞ্জ উপজেলা থেকে বাড়িতে আসছিলেন খায়রুল ও ছমিন। পথে মালিবাড়ি এলাকায় পৌঁছলে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন খায়রুল ও ছমিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।