Posted on Jun 25, 2018 06:10:10 PM.
![]() |
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গাইবান্ধাগামী ট্রাক রিজাভ
করে নির্মাণ শ্রমিকরা সিলেটের হবিগঞ্জ যাচ্ছিল। পথে কালিহাতী
বাসস্ট্যান্ডসংলগ্ন সাতুটিয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে
পড়ে যায়। এতে প্রায় ৩৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পাঁচজনকে মৃত
ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই
নির্মাণ শ্রমিক। ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক
মোশাররফ হোসেন জানান, সকালে অন্তত ৩৫ জনকে গুরুতর আবস্থায় হাসপাতালে আনা
হয়। এদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।