logo
   প্রচ্ছদ  -   শিক্ষাঙ্গন

বুয়েটের চার অগ্নিযোদ্ধা
Posted on Apr 17, 2017 12:07:18 PM.

বুয়েটের চার অগ্নিযোদ্ধা

দেশের গার্মেন্টস, শিল্পকারখানা, বস্তি, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অহরহই। রাস্তায় বেরোলেই চোখে পড়ে, হুইসেল বাজিয়ে ছুটছে লালরঙা ফায়ার সার্ভিসের গাড়ি। অনেক সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেকখানি।
এর কি কোনো সমাধান নেই? ভাবতে বসলেন চার বন্ধু সাবরিনা রশিদ, কিঞ্জল বড়ুয়া, এস এম রাইয়ান ও রাফিদ উল ইসলাম। ভেবে ভেবে তাঁরা একটি মোবাইল অ্যাপ উদ্ভাবন করলেন যার নাম ‘ফায়ারকম’। অ্যাপটি তৈরি করেই বাজিমাত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ুয়া এই চার বন্ধু।
সে গল্প শুনতেই একদিন পা রাখি বুয়েটের বান্দায়। মিলনায়তনের সামনের খোলা মাঠে আড্ডাটা জমে ওঠে বেশ। ‘একদিন ফেসবুকে দেখলাম সামাজিক সমস্যা সমাধানের ভাবনা আহ্বান করেছে ব্র্যাক।

প্রতিযোগিতার নাম ব্র্যাকাথন। বন্ধুদের বলি, আমাদের ফায়ারকমের আইডিয়া এখানে জমা দেওয়া যেতে পারে।’শুরুর গল্প বলছিলেন তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী কিঞ্জল বড়ুয়া। তাঁকে থামিয়ে দিয়ে বলতে শুরু করেন দলপতি সাবরিনা, ‘ফায়ার রেসপন্স বিভাগে আইডিয়া জমা দিই আমরা। আর অর্জন করে নিই চ্যাম্পিয়ন শিরোপা।’
দলের আরেক সদস্য রাইয়ান বলেন, পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন পাঁচ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় চার লাখ টাকা। পুরস্কার তো পাওয়া হলো, এবার পরিকল্পনা কী? প্রশ্ন শুনে সাবরিনা বলেন, ‘তাহলে শুরুতে তো আপনাকে ফায়ারকম সম্পর্কে একটু বলতে হয়।’

শোনা যাক।
সাবরিনা বুঝিয়ে বলেন। ‘কোথাও আগুন লাগলে সেখানে ক্ষয়ক্ষতি হয় মূলত তিনটি কারণে। প্রথমত, সময়মতো ফায়ার সার্ভিস স্টেশনে খবর না পৌঁছানো। দ্বিতীয়ত, রাস্তায় যানজটের কারণে সময়মতো ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারা এবং তৃতীয়ত, নিকটস্থ হাসপাতালে খবর না পৌঁছানো। আমাদের অ্যাপ মূলত এই তিনটি কাজই করবে। অ্যাপের জরুরি বোতামে (ইমার্জেন্সি বাটন) চাপ দিলে একই সঙ্গে খবর চলে যাবে নিকটস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে, ট্রাফিক কন্ট্রোল রুমে এবং হাসপাতালে। ফলে ফায়ার সার্ভিস দ্রুত রওনা দেবে, ট্রাফিক পুলিশ ওই রুটের রাস্তা যানজটমুক্ত রাখবে এবং নিকটস্থ হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠাবে।’
রাফিদ যোগ করেন, ‘এটা হলো প্রকল্পের সফটওয়্যারের ধারণা। এটার একটি হার্ডওয়্যার ভার্সনও তৈরি করেছি আমরা। নাম দিয়েছি এএফসিএস (অটোমেশন ফায়ার কন্ট্রোল সিস্টেম)। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন হয়তো কোথাও আগুন লাগল। মোবাইল অ্যাপের বোতামে চাপ দেওয়ার মতো অবস্থায় কেউ নেই। তখন কাজ করবে এই এএফসিএস। অর্থাৎ ধোঁয়ার উপস্থিতি টের পেলেই এএফসিএস স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠাবে ফায়ার সার্ভিস ও ট্রাফিক কন্ট্রোল রুমে এবং হাসপাতালে।’
রাফিদ বলেন, যন্ত্রটি মাত্র এক হাজার টাকায় কেনা সম্ভব।
এবার সাবরিনা তাঁদের পরিকল্পনার কথা বলেন, ‘পুরস্কারের টাকাটা আমরা এএফসিএস তৈরির পেছনে ব্যয় করব এবং তা বিতরণ করব বস্তিবাসীর মধ্যে। কারণ আমরা দেখেছি, বস্তিতে আগুন লাগলে সেখানে ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি।’
সব মিলিয়ে এই ছিল ব্র্যাকাথন বিজয়ী ‘বুয়েট ফায়ার ফাইটার্স’ দলের গল্প। গল্পের শেষে ব্র্যাকাথন সম্পর্কে একটু তথ্য যোগ করেন কিঞ্জল বড়ুয়া। তিনি বলেন, ব্র্যাকাথন প্রতিযোগিতা শুরু হয় গত ৮ জানুয়ারি। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২০০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই করে ৪০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। গত ৩ ও ৪ মার্চ প্রতিযোগিতার মধ্য দিয়ে ১৬ দলের মধ্য থেকে ১১টি দলকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়। সেই ১১ দলের একটি বুয়েট ফায়ার ফাইটারস। এরপর গত ৬ মার্চ রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বিজয়ী দলের প্রত্যেকের হাতে ক্রেস্ট ও পাঁচ হাজার ডলার তুলে দেওয়া হয়।



  এই বিভাগ থেকে আরও সংবাদ

   এসএসসির ফল ২৫-২৭ জুলাই
   পরীক্ষা চলাকালে বৈদ্যুতিক ফ্যান পড়ে ৪ শিক্ষার্থী আহত
   প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ
   আজ থেকে ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু
   এসএসসি-সমমান পরীক্ষা শুরু ৩০ এপ্রিল
   উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানতম হাতিয়ার শিক্ষা: শিক্ষামন্ত্রী
   জিপিএ-৫ পেয়েও পছন্দের কলেজ পায়নি চট্টগ্রামের ১৬৬৭ শিক্ষার্থী
   এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
   ঢাবির ৫৩তম সমাবর্তন আজ
   মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের সময় বাড়লো
   ছুটির দিনেও ইবিতে চলবে ভর্তি কার্যক্রম
   এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ শিক্ষার্থী
   ৪০তম বিসিএসে ১৯২৯ জনকে নিয়োগ
   ৪০তম বিসিএস পিএসসির চূড়ান্ত সুপারিশে বাদ পড়লেন ৩৪ জন
   জানুয়ারি থেকে সব প্রাথমিকে এক শিফটে ক্লাস
   ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
   প্রশ্ন ফাঁস: দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ পরীক্ষা স্থগিত
   এসএসসি পরীক্ষায় বসছে ২০ লাখ ২১ হাজার শিক্ষার্থী
   এমপিওভুক্ত হলো ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
   নতুন শিক্ষাক্রমে পরীক্ষা-মূল্যায়ন উভয়ই থাকবে: শিক্ষামন্ত্রী
   এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো
   এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী
   ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৩৩ জন
   ২৩ বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যেতে কঠোর নির্দেশনা
   রাবিতে ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষা থাকবে কি না, জানা যাবে আজ
   ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
   গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিষয়ে যা জানাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
   ‘১৫ই মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস চলবে’
   করোনার দাপট কমায় এক মাস পর খুলল শিক্ষাপ্রতিষ্ঠান
   ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন


  পুরনো সংখ্যা