চট্টগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
Posted on Jan 15, 2023 12:02:22 PM.
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে রাবেয়া বেগম (২৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মো. জামিন পলাতক বলে জানিয়েছে পুলিশ।
রাবেয়া বেগম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। আর জামিন কিশোরগঞ্জের বাসিন্দা হলেও স্ত্রীকে নিয়ে হালিশহর ‘এ’ ব্লকের শিশু পল্লী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আবদুল মালেকের বাসায় ভাড়া থাকতেন।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, হালিশহর ‘এ’ ব্লক এলাকা থেকে গলাকাটা অবস্থায় রাবেয়া বেগম নামে এক গৃহবধূকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, শনিবার রাত আটটার দিকে খবর পেয়ে রাবেয়া বেগম নামের ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।