Posted on Jun 19, 2017 01:07:35 PM.
![]() |
বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া বেশ কয়েক বছর ধরে রুপালি পর্দায়
অনুপস্থিত। ছোট পর্দায়ও দেখা যাচ্ছিল না তাঁকে। দীর্ঘদিন পর দর্শকদের সামনে
ফিরছেন আয়েশা। আয়েশা বলেন, এটি একক গানের ভিডিও হলেও নির্মাণ হয়েছে অনেকটা সিনেমার
আঙ্গিকে। তাই তাঁকে বড় পর্দায় দেখার আশায় যাঁরা এত দিন অপেক্ষা করছিলেন,
তাঁরা এই ভিডিও দেখেই আপাতত কিছুটা সান্ত্বনা পেতে পারেন। অনেকেই হয়তো জানেন না এই তারকার শুরুটাও হয়েছিল একটি মিউজিক ভিডিওতে
মডেলিংয়ের মাধ্যমে। ফাল্গুনী পাঠকের মেরি চুনার উড় উড় যায়ে শিরোনামের
একটি গানে প্রথম দেখা গিয়েছিল আয়েশাকে। তখন তিনি ১৫ বছরের কিশোরী। ২০০৬
সালে নাগেশ কুক্কুনুরের ডোর ছবির মাধ্যমে সমালোচকের নজর কেড়েছিলেন তিনি।
তবে পূর্ণদৈর্ঘ্য ছবি দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে না তাঁর।
শিগগিরই এই তারকাকে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। অমিত মিশ্রর গানের এই
ভিডিওর পরিচালক লাভলী সিং। সম্প্রতি ভিডিওটির টিজার প্রকাশ পেয়েছে। এর আগে ২০০৭ সালে লাভলী সিংয়ের পরিচালনায় ক্যায়া লাভ স্টোরি হ্যায় নামের
একটি সিনেমায় অভিনয় করেছিলেন আয়েশা। গানের ভিডিও দিয়ে প্রত্যাবর্তনের
প্রসঙ্গে ৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, অমিতের গানটা শুনে আমার ভালো
লেগেছে। আর ভিডিওর ধারণাটিও গতানুগতিক সব মিউজিক ভিডিও থেকে আলাদা মনে
হয়েছে, তাই কাজ করা।