logo
   প্রচ্ছদ  -   তথ্য-প্রযুক্তি

২৭শে জুলাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
Posted on Jul 05, 2018 05:41:33 PM.


একই দিনে দু’টি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছেন বিশ্বের বেশির ভাগ দেশের মানুষ। ২৭ জুলাই রাতে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আর সে-দিনই মঙ্গলের প্রতিযোগ অর্থাৎ পৃথিবীর কাছে এসে যাবে সে।


তার ফলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত লাল গ্রহকে আকাশে জ্বলজ্বল করতে দেখা যাবে। তবে সে পৃথিবীর সব থেকে কাছে আসবে ৩১ জুলাই। সে-দিন পৃথিবী থেকে তার দূরত্ব হবে প্রায় পাঁচ কোটি ৭৬ লক্ষ কিলোমিটার। গ্রহণের রাতে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা পড়লে মঙ্গলকে আরও ভাল ভাবে নজরে পড়বে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২৭ জুলাই পূর্ণিমা। সে-দিন সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরলরেখায় চলে আসায় পৃথিবীর ছায়ায় পুরোপুরি প্রবেশ করবে চাঁদ। অর্থাৎ পূর্ণগ্রাস হবে তার। ২৭ জুলাই রাত ১১টা ৫৪ মিনিটে চাঁদের আংশিক গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস শুরু রাত ১টায়। চলবে রাত ২টো ৪৩ মিনিট পর্যন্ত। পুরোপুরি গ্রহণ শেষ হবে ২৮ জুলাই ভোর ৩টা ৪৯ মিনিটে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে এক ঘণ্টা ৪৩ মিনিট ধরে। এটি শতাব্দীর দীর্ঘতম। এর আগে, ২০০০ সালের ১৬ জুলাই এক ঘণ্টা ৪৬ মিনিট ধরে পূর্ণগ্রাস চলেছিল। ২০১১ সালের ১৫ জুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল এক ঘণ্টা ৪০ মিনিট ধরে।  চাঁদ পৃথিবীর চার পাশে উপবৃত্তাকার কক্ষপথে পাক খেতে খেতে এক বার কাছে আসে এবং এক বার দূরে যায় । ২৭ জুলাই চাঁদ অপভূ অবস্থানে থাকার ফলে কক্ষপথে তার গতিবেগ কম হবে এবং পৃথিবীর ছায়ার মাঝখান দিয়ে সে দীর্ঘতম পথ অতিক্রম করবে। এর ফলে পূর্ণগ্রাসের সময় বেশি হবে।

মঙ্গল গড়ে ২৬ মাস অন্তর পৃথিবীর কাছে আসে এবং প্রতিযোগ হয়। অর্থাৎ সূর্য ও মঙ্গলের মাঝখানে আসে পৃথিবী এবং এক সরলরেখায় থাকে। এ বার এই ঘটনাকে ‘সুবর্ণ প্রতিযোগ’ বলছেন বিজ্ঞানীরা। তাঁরা জানান, মঙ্গল তার কক্ষপথে সূর্যের কাছাকাছি থাকার সময়ে প্রতিযোগ হলে তাকে সুবর্ণ প্রতিযোগ বলা হয়। এর ফলে জুলাইয়ের শেষ সপ্তাহ জুড়ে রাতের আকাশে ঝলমলে লাল গ্রহের দেখা মিলবে। ২০০৩ সালের ২৮ অগস্ট পৃথিবী ও মঙ্গলের দূরত্ব কমে হয়েছিল প্রায় পাঁচ কোটি ৫৮ লক্ষ কিলোমিটার। গত ৬০ হাজার বছরের হিসেবে সেটাই ছিল দুই গ্রহের সব থেকে কাছাকাছি আসা।
  এই বিভাগ থেকে আরও সংবাদ

   বন্ধ হচ্ছে গুগল প্লাস!
   দেখে নিন ঝুকিপূর্ণ পাসওয়ার্ডগুলো
   বাংলাদেশিরা ২০১৮ সালে গুগলে যাদের বেশি খুঁজেছেন
   দেশের মোবাইল গ্রাহক ১৫ কোটি ছাড়ালো
   সোশ্যাল মিডিয়ায় গুজবে ভোটের মাঠে শান্তিভঙ্গের শঙ্কা
   ২০২০ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি ভিত্তিক বৃহৎ দক্ষ মানবসম্পদ তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার
   দেশের ১৫ কোটি গ্রাহকের মোবাইল সেবা
   বন্ধ হতে চলেছে ‘ধুম বাইক’-এর উত্পাদন
   নম্বর প্লেট খুঁজে দেবে চুরি হওয়া গাড়ি!
   যে অ্যাপগুলো ডিলিট করে দিল গুগল
   বাজারে আসছে হুয়াওয়ের নোভা ফোর
   চীনের ৪১টি অ্যাপ নিয়ে সতর্কতা
   এবার GOOGLE নিয়ে এল ৫০০ টাকায় 4G ফোন
   গুগল ডুডলে তারেক মাসুদের জন্মদিন
   হুয়াওয়ের ডেপুটি প্রধান কানাডায় গ্রেফতার
   ক্যান্সার শনাক্ত হবে মাত্র ১০ মিনিটে!
   নতুন প্রযুক্তি: নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে স্যাটেলাইটের মাধ্যমে
   প্রথম ফাইভজি চালু হল দ. কোরিয়ায়
   মোবাইল ফোন কি আসলেই ক্যানসার সৃ্ষ্টি করে?
   স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ফ্রি ওয়াইফাই দেবে চীন
   এই হেডফোনের দাম ৩৬ লক্ষ টাকা!
   একবার চার্জেই ফোনে চলবে ১৮ ঘন্টা ভিডিও
   দীর্ঘ ছয় মাসের যাত্রা শেষে মঙ্গলের মাটিতে ‘ইনসাইট’
   বাজারে আসছে ১৬ লেন্স ক্যামেরার স্মার্টফোন
   মোবাইলের ধারণা পাল্টে দিতে আসছে নতুন প্রযুক্তি
   এবার গান গেয়ে মন জয় করলেন রোবট সোফিয়া!
   সাইবার হামলার পরবর্তী টার্গেট মহাকাশ!
   বাজারে তেল সাশ্রয়ী ৯ টি মোটরসাইকেল
   সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার সীমিত রাখার পরামর্শ
   আইফোনের ডিফল্ট সার্চে গুগল, দিতে হবে বিপুল অর্থ


  পুরনো সংখ্যা