Posted on Jun 28, 2018 12:39:56 PM.
![]() |
জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ‘৪৫তম বার্ষিক টোকিও মোটর শোতে এই এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামাহা।
কোম্পানি সূত্রে জানা গেছে, জাপানি শব্দ ‘নি’ এর অর্থ দুই এবং ‘কেন’ মানে
তরবারি। আর তাই নামটি সামনে দুই চাকার সাথে ভালো মানিয়ে যায়। তবে এই
মোটরসাইকেলের আকার ২১৫০ এমএম দীর্ঘ, ৮৮৫ এমএম প্রস্থ এবং ১২৫০ এমএম উচ্চতা
জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই মোটরসাইকেলের আরোহীরা বাইকে উঠে নিতে
পারবেন স্কি চালানোর অনুভূতি। দুই চাকা বাইকের মতে এতে মোড় ঘুরবার সময় আরও
স্বাচ্ছন্দে ও নিরাপদে তা করা যাবে। ফলে, নিকেন চালিয়ে ব্যবহারকারী থাকবেন
আরও সুরক্ষিত। এই বাইকটিতে প্রচলিত তরল জ্বালানী ব্যবহার করা হবে। এর ইঞ্জিনে থাকবে ৩ সিলিন্ডার।