Posted on May 04, 2023 02:15:06 PM.
![]() |
করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এখন পর্যন্ত করোনা শনাক্ত ৬৮ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮২০ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৬৮ হাজার ৫৮৬জনের।বৃহস্পতিবার (০৪ মে ২০২৩ খ্রি.) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬১ হাজার ৯৩৫ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র: ওয়ার্ল্ডোমিটার।