মালয়েশিয়ায় তেলবাহী ট্যাংকারে আগুন, তিন ক্রু নিখোঁজ
Posted on May 01, 2023 04:11:16 PM.
মালয়েশিয়ার উদ্ধারকারীরা মঙ্গলবার দেশটির দক্ষিণ উপকূলে একটি তেলের ট্যাঙ্কার থেকে নিখোঁজ তিন ক্রু সদস্যের সন্ধান করছে।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এক বিবৃতিতে বলেছে, চীন থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় সোমবার যখন আগুন লেগেছিল তখন গাবন-পতাকাবাহী জাহাজটিকে ঘন কালো ধোঁয়া গ্রাস করেছিল।
সিঙ্গাপুর কর্তৃপক্ষ জাহাজটিকে এমটি পাবলো বলে শনাক্ত করেছে।
মালয়েশিয়ার একজন কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং জাহাজটি ভেসে আছে।
এমটিইএ কর্মকর্তা নুরুল হিজাম জাকারিয়া স্থানীয় সংবাদপত্র ‘দ্য স্টার’কে বলেছেন, কাছাকাছি দুটি জাহাজ এবং একটি মেরিটাইম এজেন্সি বোট এমটি পাবলোর ২৫ জন ক্রুকে উদ্ধার করেছে।
তিনি বলেন, ‘অনুসন্ধানে এখন বাকি তিন ক্রু সদস্যদের খুঁজে বের করার উপর দৃষ্টি রাখা হয়েছে।’
এমএমইএ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।