Posted on May 01, 2023 05:27:49 PM.
![]() |
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নয়ারিত রাজ্যে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে গেলে ১৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। রোববার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।বেসামরিক সুরক্ষা কর্মকর্তা পেদ্রো নুনেজ জানান, বেসরকারি সংস্থার ওই বাস প্রতিবেশী রাজ্য জালিস্কোর গুয়াদালাজারা থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত নয়ারিতের গুয়াবিটোসের সমুদ্র সৈকতে যাওয়ার সময় রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।তবে দুর্ঘটনার তাৎক্ষণিক কোন কারণ জানা যায়নি। নুনেজ আরো জানান, যাত্রীরা সকলেই মেক্সিকোর নাগরিক।